টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ বাংলাদেশ এবং আফগানিস্তানের
২০২৪ টি ২০ বিশ্বকাপে একের পর এক চমক হয়েই যাচ্ছে। এইতো আমেরিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পাকিস্তান। নিউজিল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। এতে সুপার এইটে খেলার সুযোগ পায়নি নিউজিল্যান্ড। শ্রীলংকা বাদ পড়ছে গ্রপ পর্ব থেকে বাংলাদেশের কাছে হেরে। এটাই এবারের বিশ্বকাপের বাংলাদেশের একমাত্র অর্জন বলা চলে। বাকি যেই দুই দল এর সাথে বাংলাদেশ জীতেছে তা প্রত্যাশীত। তবুও টাইগারদের কাছে টি২০ সুলভ ব্যাটিং দেখা যায় নি। যেখানে নেপাল নেদ্যারল্যান্ডসের সাথে ডোমিনেন্ট করে জীতার কথা সেখানে টাইগাররা জয় পেয়েছে ধুকে ধুকে।
এর পর সুপার এইটে অস্ট্রেলিয়া এবং ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দল। দলের প্লেয়ারদের টি২০ ব্যাটিং ছিলো দৃষ্টীকটু। সিনিয়র সাকিব এবং মাহমুদুল্লাহ চূড়ান্ত মাত্রায় ব্যর্থ। বিন্দু পরিমাণ প্রতিরোধ ও করতে পারেনি টাইগাররা।
অন্যদিকে আফগানদের জয়গান চলছেই। গ্রুপ পর্বে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারানোর পর সুপার এইটে অস্ট্রেলিয়া বধ। আফগানরা রয়েছে ফুরফুরে মেজাজে। কিভাবে সাহসীকতার সাথে লড়তে হয় তা দেখিয়ে দিয়েছে আফগানরা। বাংলাদেশের আফগানিস্তান থেকে অনেক কিছু শিখা উচিত।
আজ ভারতের কাছে ২৪ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এতে করে সেমিফাইনাল নে খেলতে পারার শঙ্কা জেগেছে অজিদের জন্য। তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের ম্যাচের দিকে। বাংলাদেশ যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে আফগানিস্তান। সেক্ষেত্রে বাদ পড়বে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া।
তবে সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনেও। তবে তা খুবই সামাণ্য। বড় ব্যবধাবে আফগানিস্তানকে হারাতে পারলেই কেবল বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে। যেমনঃ আফগানিস্তান যদি বাংলাদেশকে ১১০ রানের টার্গেট দেয় তাহলে বাংলাদেশকে ম্যাচ ১০ থেকে ১২ ওভারের মধ্যেই জীততে হবে। তবে বর্তমানে আফগানিস্তান টিমের যেই সামার্থ্য রয়েছে তাতে বাংলাদেশ এর জন্য ম্যাচ জীতাই স্বপ্নের মতো আর বড় ব্যবধানে জীতা দুঃস্বপ্নই বটে। আর যদি বাংলাদেশ কোনরকম ভাবে জীতে যায় তাহলে রানরেটের মারপ্যাচে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে। কারণ তাদের রানরেট আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভালো।
আজকের ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের স্কোরকার্ডঃ
ভারতঃ ২০৫/৫ (২০ ওভার)
অস্ট্রেলিয়াঃ ১৮১/৭ (২০ ওভার)
ফলাফল ভারত ২৪ রানে জয়ী। ভারতের পক্ষে রহিত শর্মা করেন ৪১ বলে ৯২ রান। জবাবে ট্রাভিস হেড ৪৩ বলে ৭৬ রান করলেও শেষ রক্ষা হয় নি অস্ট্রেলিয়ার। ভারতের হয়ে ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন কুলদিপ ইয়াদভ। আজ ভোর ৬ টায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url